প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চায় না। আমরা নিরপেক্ষ থাকতে চাই এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য কাজ করছি। এ সময় তিনি নির্বাচন কমিশন সম্পর্কে কোনো নেতিবাচক মন্তব্য শুনলে সেটা তার কাছে “তীরের মতো লাগে” বলেও মন্তব্য করেন।
রোববার (০৯ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন ভবনে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি এ কথা বলেন।
তিনি আরও বলেন, “সব জায়গায় মতদ্বৈধতা থাকবে, তবে ভিন্নমত মানে বিপক্ষে না। এই বিষয়টি অনেকেই বুঝতে পারে না, তবে আমি নিজেকে শুধরে নিতে অভ্যস্ত।”
সুষ্ঠু নির্বাচনের জন্য দেশের সর্বস্তরের মানুষের সহযোগিতা জরুরি বলে উল্লেখ করেন সিইসি। তিনি বলেন, “নির্বাচন কমিশনের ওপর রাজনৈতিক নিয়ন্ত্রণ বন্ধ করতে হবে। আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করছি, কিন্তু কিছু অসুবিধা আসবে, সেগুলো মোকাবিলা করতে হবে।”
নাসির উদ্দিন আরও বলেন, “একজন ব্যক্তির কথা শুনে যদি তালি বাজানো শুরু করি, তাহলে তা সঠিক হবে না। বাস্তবতা ভিত্তিক চিন্তা-ভাবনা করতে হবে।”
তিনি সাংবাদিকদের বলেন, “যদি সবার সহযোগিতা পাওয়া যায়, তবে জাতিকে দেওয়া আমাদের প্রতিশ্রুতি রক্ষা করতে পারব।”