সংযুক্ত আরব আমিরাতের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল শনিবার (০১ মার্চ) থেকে দেশটিতে রোজা শুরু হবে।
এ বছর সংযুক্ত আরব আমিরাতের ফতোয়া কাউন্সিল চাঁদ দেখার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ড্রোন ব্যবহার করেছে, যা বিশ্বের প্রথম দেশ হিসেবে এই প্রযুক্তি প্রয়োগ করেছে। পবিত্র রমজান উপলক্ষে আমিরাতের সড়কগুলো বিশেষ আলোকসজ্জা করা হয়েছে এবং বিপণিবিতানগুলোতে বিশেষ মূল্যহ্রাস ঘোষণা করা হয়েছে।
জ্যোতির্বিদ্যা কেন্দ্রের তথ্য অনুযায়ী, রমজান মাসটি ২৯ দিনের হলে আগামী ৩০ মার্চ ঈদুল ফিতর পালিত হবে; আর ৩০ দিনের হলে ৩১ মার্চ হবে ঈদ। রমজানের প্রথম দিনে রোজার সময় প্রায় ১২ ঘণ্টা ৫৮ মিনিট হবে এবং মাসের শেষে এটি প্রায় ১৩ ঘণ্টা ৪১ মিনিটে পৌঁছাবে। রমজান মাসে স্কুল ও কর্মস্থলের সময়সূচি সামঞ্জস্য করা হয়েছে, যাতে রোজাদাররা ইবাদতে আরও সময় দিতে পারেন।
পবিত্র রমজান মাসে সংযুক্ত আরব আমিরাতের মুসলিমরা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা পালন করবেন এবং সারা দেশের মসজিদগুলোতে তারাবিহ নামাজ আদায় করবেন। এছাড়া, মাসের শেষ দশ দিনে বিশেষ কিয়ামুল লাইল নামাজ রাতব্যাপী চলবে। রমজান মাসের চেতনা বজায় রাখতে বিভিন্ন স্থানে ইফতার ও সেহরি তাবু স্থাপন করা হয়েছে এবং রমজানের সুকগুলো পবিত্র মাসের আবহ তৈরি করেছে।